1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

টাইগার ৩: শাহরুখের সঙ্গে হৃতিকও থাকছেন!

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘টাইগার ৩’ মুক্তির আট দিন আগে এল নতুন চমক; জানা গেল, কেবল শাহরুখ খান নয়, এ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন হৃতিক রোশনও।

পিঙ্কভিলা জানিয়েছে, মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির অংশ হবেন হৃতিক। তবে কোন ভূমিকায় তাকে দেখা যাবে, তা এখনো খোলাসা করেনি প্রযোজনা সংস্থা। মুক্তির পরই সে রহস্যের উন্মোচন হবে।

দীর্ঘদিন ধরেই স্পাই ইউনিভার্সের সুপার স্পাইদের একজোট করার চেষ্টা চালাচ্ছেন আদিত্য চোপড়া। সে লক্ষ্যেই টাইগারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে‘পাঠান’-এর মত শামিল হচ্ছেন ‘ওয়ার’ সিনেমায় গুপ্তচর কবীরের ভূমিকায় অভিনয় করা হৃতিক।

তার মানে হল, ভারতের তিন সুপারস্টার- সালমান, শাহরুখ ও হৃতিক এখন একই সিনেমায়। তবে একফ্রেমে তিন সুপারস্টারকে দেখা যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়; আর দেখা গেলেও তার উপস্থাপনা কেমন হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

শাহরুখ-সালমানকে ‘পাঠান’-এর পর একফ্রেমে দেখতেই উত্তেজিত ছিলেন অনুরাগীরা। ‘টাইগার ৩’ এ তাদের সঙ্গে হৃতিকের উপস্থিতির খবর সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলল।

মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’-তে একফ্রেমে ধরা দেবেন সালমান-শাহরুখ-হৃতিক। ইতোমধ্যে ‘ওয়ার-২’ এর মহরত হয়ে গেছে। চলতি মাসেই সিনেমার শুটিং শুরু হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।

কোনো ধরনের বিতর্ক বা কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘টাইগার ৩’। এ সিনেমায় ফের সালমানের নায়িকা হবেন ক্যাটরিনা কাইফ।

সালমানের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির শুরু ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। তারপর ২০১৭ সালে এর সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এবার আসছে তৃতীয় কিস্তি। এ সিনেমায় জোরালো প্রতিপক্ষ ইমরান হাশমির মুখোমুখি হবেন ভাইজান।

সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং যশরাজ ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা