বিপুল কুমার ঝাঁ: সম্প্রতি দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্ব রঙ-এর শোরুম যাত্রা শুরু করেছে রংপুরে।
রংপুর নগরীর আরএমপি শপিং কমপ্লেক্সের বিপরীতে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চিত্র নায়িকা অপু বিশ্বাস, মডেল সাদিয়া ইসলাম মৌ ও কণ্ঠশিল্পী অন্তর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বরঙ-এর প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা। অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ, সংক্ষিপ্ত আলোচনা, ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধনী ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ব রঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা,বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব রঙ শোরুমে সকল বয়সী মানুষের জন্য বাহারী পোশাকের সমারোহ ঘটিয়েছে বলে জানান বিল্পব সাহা।