1. admin@channel7bangla24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ডুবে মুনিরা ইয়াসমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কসবা ইউনিয়নের আকিলা গ্রামে এই ঘটনা ঘটে। মুনিরা ওই গ্রামের শাজাহান আলীর মেয়ে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, সকালে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় মুনিরা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. করিম আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপেরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

করিম আলী উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুমকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকলে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন করিম। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা