1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

গোপালগঞ্জ-৩: আড়াই লাখ ভোটে জিতলেন শেখ হাসিনা

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় আড়াই লাখ ভোট বেশি পেয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বেসরকারিভাবে শেখ হাসিনাকে জয়ী ঘোষণা করেন।

রির্টার্নিং অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নিজামুদ্দিন লস্কর ‘একতারা’ প্রতীকে পেয়েছেন মাত্র ৪৬৯ ভোট।

এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির ‘গোলাপ ফুল’ প্রতীকে মাহাবুব মোল্লা পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকে মো. সাইদুল ইসলাম (মিন্টু) পেয়েছেন ১২২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ‘আম’ প্রতীকে শেখ আবুল কালাম ৪৬০ ভোট ও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান ‘মাছ’ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে এই পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা