আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ৩১ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল, অবরুদ্ধ গাজায় ৩১টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। রোববার গাজার অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত বিধ্বস্ত মসজিদের সংখ্যা ২৬ থেকে বেড়ে ৩১ এ পৌঁছেছে।
ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, শত্রু বিমান জাবালিয়ার শহীদ ইমাদ আকল মসজিদ এবং উত্তর গাজা উপত্যকার আল-তওবাহ মসজিদে বোমা হামলা চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।
অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে কয়েক ডজন মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলো আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং এর মধ্যে কিছু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি গ্রিক অর্থোডক্স চার্চও ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি।