1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন

খুলনায় যুবককে কুপিয়ে হত‌্যা

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনায় সোহাগ পাটোয়ারী নামে এক যুবককে কুপিয়ে হত‌্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা সবুজপল্লী এলাকার প্রধান সড়কের পাশে কুপিয়ে ফেলে রেখে যায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এ তথ‌্য জানান।

এলাকাবাসী জানান, সোহাগ পাটোয়ারী পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সময় চার জন উপস্থিত ছিলেন। তাদের সবাইকেব শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়ছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা