1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেপ্তার

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানায় ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তুরাগ থানা এলাকা যৌথভাবে অভিযান চালিয়ে তুরাগ থানার একটি টিম ও হাতিরঝিল থানার একটি টিম রনিকে গ্রেপ্তার করে। হাতিরঝিল থানার মামলায় রনিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তার গাড়িবহরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক ইট ছোড়া হলে বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাচ ফেটে যায়। আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ বেশ কয়েকজন সাংবাদিক।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা