কেরানীগঞ্জ সংবাদদাতা :দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ম্যানহলের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঝিলমিল আবাসন এলাকার ৬নং সেক্টরে ম্যানহোল থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানহোলের ঢাকনা খুলে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।