অনলাইন ডেস্ক : কিউইদের হারিয়ে সেমির পথ আরও মজবুত করলো দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ১৯০ রানের জয়ে বিশ্বকাপের সেমিতে উঠার পথ আরও মজবুত করলো প্রোটিয়ারা।
এর আগে বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা।