স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। টেস্টের শেষ দিনে মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ইনিংসে ৯৫ রানের লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে ভারত।
বৃষ্টিতে আড়াই দিনের বেশি ভেসে যাওয়ার পরও দুর্দান্ত বোলিং ও আগ্রাসী ব্যাটিংয়ে জয় আদায় করে নিল ভারত। শেষ দিনের অর্ধেক সময় তখনও বাকিই ছিল। ম্যাচের চার ইনিংসে খেলা হয়েছে মোট ১৭৩.২ ওভার। সব মিলিয়ে তাই বলা যায়, এই টেস্টে খেলা হয়েছে দুই দিনেরও বেশ কম সময়।
২ উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হককে। সেই ধাক্কা সামলে ৫৫ রানের জুটি গড়েন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু রাভিন্দ্রা জাদেজার দ্বিতীয় বলেই রিভার্স সুইপে শান্ত উইকেট বিলিয়ে দেওয়ার পর ধসের শুরু। ফিফটি ছুঁয়েই বিদায় নেন শান্ত।
লিটন দাস ফেরেন ২ রানে, শূন্যে সাকিব আল হাসান। টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। একপ্রান্তে লড়াই করে যাওয়া মুশফিকুর রহিম বোল্ড হন লাঞ্চের আগে শেষ বলে বাজে শট খেলে। ৫৫ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ।
ছোট রান তাড়ায় রোহিত শার্মা (১০) ও শুবমান গিল (৬) দ্রুত ফিরে গেলেও জিততে সমস্যা হয়নি ভারতের। ৪৫ বলে ৫১ রান করেন জয়ের কাছে গিয়ে আউট হন ইয়াসাসাভি জয়সওয়াল। ভিরাট কোহলি অপরাজিত থাকেন ২৯ রান করে। দুই ইনিংসে ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা জয়সওয়াল। চেন্নাইয়ের সেঞ্চুরি ও সিরিজে ১১ উইকেট নিয়ে সিরিজর সেরা রাভিচান্দ্রান অশ্বিন।
দুই দল এখন খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, রোববার যেটি শুরু গোয়ালিয়রে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩
ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৪৬ (আগের দিন ২৬/২) (সাদমান ৫০, মুমিনুল ২, শান্ত ১৯, মুশফিক ৩৭, লিটন ১, সাকিব ০, মিরাজ ৯, তাইজুল ০, খালেদ ৫*; বুমরাহ ১০-৫-১৭-৩, অশ্বিন ১৫-৩-৫০-৩, আকাশ ৮-৩-২০-১, সিরাজ ৪-০-১৯-০, জাদেজা ১০-২-৩৪-৩)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৯৫) ১৭.২ ওভারে ৯৮/৩ (রোহিত ১০, জয়সওয়াল ৫১, গিল ৬, কোহলি ২৯*, পান্ত ৪*; মিরাজ ৯-০-৪৪-২, সাকিব ৩-০-১৮-০, তাইজুল ৫.২-০-৩৬-১)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ইয়াসাসভি জয়সওয়াল।
ম্যান অব দা সিরিজ: রাভিচান্দ্রান অশ্বিন।