1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

কক্সবাজারে পাহাড় ধস: নিহত ২

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরে পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঝিলংজার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৬) এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম। প্রতিবেশী মোহাম্মদ রুস্তম বলেন, বিকেল থেকেই টানা বৃষ্টি হয়। মধ্য রাতে পাহাড় ধসে মিজানের পরিবারের সদস্যরা মাটিচাপা পড়ে। তাৎক্ষণিক মিজানকে জীবিত উদ্ধার করা হলেও স্ত্রী-সন্তান মাটির নিচে পড়ে যায়। পরে দমকল বাহিনী এসে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুল করিম সিকদার বলেন, টানা বর্ষণের কারণে কক্সবাজার সদর উপজেলার অনেক এলাকা তলিয়ে গেছে। পাহাড় ধসের আশঙ্কা থাকায় এসব এলাকায় সতর্ক করা হয়েছিল। কিন্তু অনেকে নিরাপদে সরে যায়নি।

তিনি আরও বলেন, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা