1. admin@channel7bangla24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

আ.লীগের সভা শুরু, বক্তব্য রাখছেন নেতারা

নিউজ ৭ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’ উপলক্ষে দল‌টির আ‌য়ো‌জনে আলোচনা সভা শুরু হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এরই মধ্যে আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য বঙ্গবন্ধু অ্যাভিনিউ। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে এসেছেন। মুহুমুর্হু স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন তারা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি থেকে আলোচনা সভার অনুমতি পেয়েছে দলটি। ১৯ শর্ত‌ে ডিএমপি বঙ্গবন্ধু এভিনিউতে এই আলোচনা সভার অনুমতি দিয়েছে।

অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্প‌াদক মো. হুমায়ুন কবির।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা