ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রমিজ উদ্দিন আহমদ নামে একজনকে হত্যার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের গ্রেফতার দেখান। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। এসময় রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৪ আগস্ট তেজগাঁও থানার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে রমিজ উদ্দিন আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহত রমিজ উদ্দিনের বাবা এ কে এম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।