রায়েজুল আলম, শরীয়তপুর থেকে : বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জেলায় জেলায় শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভাকে রাজনৈতিক বা সাংগঠনিক সভা হিসেবে প্রচার করে আমাদেরকে বিব্রত করা হচ্ছে। আমরা নৈতিক দায়বদ্ধতা থেকে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করছি মাত্র।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের নিহত ও আহতদের পরিবারের সাথে আজ বুধবার দুপুরে শরীয়তপুরে জেলা শহরের চিকন্দি ফুড পার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে আট ভাগে বিভক্ত হয়ে প্রতিটি জেলা সফর করিছ। আমরা ¯্রফে সংকটাপন্ন পরিবারগুলোর পাশে দাড়াতে চেয়েছি। এর বাইরে কিছুই নয়। মূলত আমাদের দায়বদ্ধতা থেকে ওই সকল সংকটাপন্ন পরিবারের খোজ-খবর নিয়ে জেলা প্রশাসন ও সরকারকে অনুরোধ করা। আপনারা আমাদের পাশে থাকলে সাধ্যমতো দেশের সার্বিক বৈষম্য নিরসনে আপ্রাণ চেষ্টা করে যাব।
আর আমরা সকলে মিলে মিশে যদি বৈষম্য বিরোধী আন্দোলনের মতো কাজ করে যাই তাহলে নিশ্চয়ই আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সমতার। এর আগে সকাল ১১ টায় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে বিকেল ৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে সুধী সমাবেশের মধ্যদিয়ে শরীয়তপুর সফর শেষ করবেন বলে জানিয়েছে সমন্বয়করা।
তারিখ : ১৮.০৯.২০২৪