ডেস্ক নিউজ : অনলাইন ব্যবহার করে আয়কর রিটার্ন দেওয়ার নতুন সিস্টেম চালু করার পর ৫০ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন।
২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণ করতে জাতীয় রাজস্ব বোর্ড ৯ সেপ্টেম্ব হতে অনলাইন রিটার্ন দাখিলের এ সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করার ব্যবস্থা রাখা হয়।
এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট(ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতাগণ কর পরিশোধ করা যাচ্ছে। পাশাপাশি দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা রয়েছে।
আয়কর দাখিল সম্পর্কিত সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কলসেন্টারেও ফোন করে সমস্যার সমাধান করতে পারছেন।